Recents in Beach

গল্প= সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ(পর্ব-8) লেখক=মুসকান এর আব্বু

গল্প= সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ(পর্ব-8)
লেখক=মুসকান এর আব্বু

.
মীমের কথা শুনে আমি আরও একটু আসতে bike চালাতে লাগলাম😁।আর এটা দেখে মীম আরও রেগে গেল😤।কিন্তু আমি মনের সুখে bike চালাতে লাগলাম😌। কিন্তু হটাৎ সামনে তাকিয়ে দেখি একটা পুলিশ থামার জন্য signal দিতেছে।তাই আমি bike এক পাশে থামালাম
.
আমি-hello officer🙂
পুলিশ -hi.আপনারা কোথায় যাইতেছেন?🤔
আমি-আমরা একটু শহরে যাইতেছি।
পুলিশ-ঠিক আছে।আপনার bike এর কাগজপত্র দেখি🙃
আমি-অবশ্যই 😊(আমার পকেট থেকে গাড়ির কাগজপত্র বের করে দিলাম
পুলিশ-bike তো অন্য একজনের নামে রেজিষ্ট্রেশন করা🤨
আমি-জ্বী bike টা আমার আব্বুর☺️
পুলিশ-ও আচ্ছা
আমি-কোনো সমস্যা হবে কি?
পুলিশ-নাহ।কোনো সমস্যা নাই।
আমি-ও ধন্যবাদ।
পুলিশ-সবই তো ঠিক আছে।কিন্তু আপনার ইন্সুইরেন্স এর মেয়াদ আর মাত্র 2 দিন আছে। renew করে নিবেন🧐
আমি-ok officer😊
পুলিশ-আপনার driving licence দেখি
আমি-এইযে নিন(আমার driving licence এগিয়ে দিয়ে)
পুলিশ-আপনার সাথে এনার সম্পর্ক কি? (মীমকে দেখিয়ে)
আমি-জ্বী।ইনি আমার স্ত্রী।😉
মীম-........😲😡(আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এখনি আমাকে কাঁচা চিবিয়ে খাবে)
পুলিশ-আচ্ছা ঠিক আছে।আপনারা যেতে পারেন।এই নিন আপনার কাগজপত্র☺️
.
পুলিশ এর গাড়ি চলে গেল।আমি bike টা start দিতে যাবো ঠিক তখনই মীম আমাকে জোরে একটা চিমটি কাটলো।
.
আমি-উহহহহহহ😖।এইভাবে কেউ চিমটি দেয়?? একেবারে মাংস উঠিয়ে নিছে মনে হয়।😨
মীম-আরো জোরে দেয়া উচিত ছিল।🤪
আমি-এত জোরে দিয়েও মন ভরে নাই?😳
মীম-নাহ।আর জোরে দিলে আমার একটু ভালো লাগতো😬
আমি-কিহ?আমাকে কি মেরে ফেলতে চান??😰
মীম-আপনাকে একবার মেরে ফেললে আমার ভালো লাগবে না।আপনাকে 10-12 বার ফাসি দিতে পারতাম তাহলে একটু শান্তি পাইতাম।😤
আমি-আরে কি হইসে বলবেন তো😓
মীম-আপনি পুলিশকে কি বললেন?😡
আমি-কি বললাম?🤔
মীম-আপনি পুলিশ কে বললেন যে আমি আপনার বউ🤒
আমি-তো কি হইসে?🙄
মীম-কি হইসে মানে?এই আমি আপনার কোন জন্মের বউ?😡
আমি-এই জন্মের বউ😁
মীম-এই আপনি কি বললেন?😠
আমি-আরে রাগ করেন কেন?😉
মীম-আপনার কথা শুনার পর আমি কি এখন নাচবো?🤯
আমি-থামেন।আমি যদি সত্যি কথা বলতাম যে আমরা 2 জন 2 কর্মকর্তা এর 2 জন সন্তান।শুধু এক সাথে শহরে যাইতেছি। এটা বললে কি বিশ্বাস করতো?🤨
মীম-না।তা হয়তো করত না🤔
আমি-আর তখন আমাদের জিজ্ঞাসাবাদ এর জন্য আরো থানায় নিয়ে যেত।তাই মিথ্যা বলছি।☺️
মীম-তাই বলে আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিবেন?😠
আমি-তো আর কি বলবো
মীম-কেন আমাকে বোন হিসেবে পরিচয় দেয়া যাইতো না?😡
আমি-আপনি আমার বোন কবে হলেন?😕
মীম-তাহলে এটা বলেন আপনার সাথে আমার বিয়ে কবে হলো?😠
আমি-হতে আর কতক্ষণ😘(আস্তে বললাম। কিন্ত মীম হয়তো শুনে ফেলেছে।যেটা মীমের চোখ 🤪 দেখে বুঝা যাইতেছে)
মীম-এই কি বললেন আপনি?😡
আমি-কই কিছু না তো😅
মীম-আচ্ছা এখন চলেন যাওয়া যাক
আমি-দেখলেন তো যদি আমরা private car নিয়ে আসতাম তাহলে কি হতো?😎
মীম-হইসে আর ভাব নিতে হবে না😏
আমি-মানুষের উপকার করতে নাই😒
মীম-এই আপনি কথা বাদ দিয়ে চলেন তো তাড়াতাড়ি 🤪
আমি-আপনি ভালো করে বসুন।তাছাড়া পরে যাবেন
.
এবার আর মীমকে কিছু বলতে হলো না।মীম আমাকে শক্ত করে ধরলো।আবার সেই আগের রোমান্টিক অনুভুতি। 😌😊
.
বেকারিতে গিয়ে একটা চকলেট কেক এর order দিলাম।
.
মীম-আর কোনো কাজ আছে কি?🤨
আমি-না তো🤔
মীম-আচ্ছা চলেন তাহলে বাসায় যাই☺️
আমি-এখনই বাসায় যাবো?🙁
মীম-আর তো কোনো কাজ নাই তাহলে কোথায় যাবো?😒
আমি-সেটাও তো😟
.
মীম bike এ এসে বসলো।আমি bike চালাতে লাগলাম।
.
মীম-এই আমাকে কোথায় নিয়ে যাইতেছেন?😨
আমি-কেন কি হইসে?
মীম-এটা তো সঠিক রাস্তা না😰
আমি-আপনি চুপ করে বসেন তো😉
.
আমরা যে জায়গায় আছি সেখান থেকে কাছে কোনো ভালো জায়গা নেই।তাই মীমকে নিয়ে একটা ব্রীজে আসলাম।রাতে ব্রীজের সৌন্দর্য অপরিসীম।
.
আমি-নামেন bike থেকে🙂
মীম-কেন?😥
আমি-আরে আমি কি আপনাকে এখনে রেখে চলে যাবো নাকি?😕
.
মীম নামলো আর আমিও bike সাইডে রেখে নেমে পরলাম।
.
আমি-কেমন লাগলো জায়গাটা?☺️
মীম-অনেক সুন্দর।আপনাকে ধন্যবাদ 😉
আমি-ধন্যবাদ আমাকে না।আমার শাশুড়ী আম্মাকে থুক্কু আপনার মাকে দিয়ে দিবেন😁
মীম-কেন?🤔
আমি-কারন,আপনাকে নিয়ে ঘুরতে আসার কথা আপনার মা আমাকে বলেছেন ☺️
মীম-ও আচ্ছা😌
.
আমি মীমের অনেকগুলো ছবি তুলে দিলাম। তারপর মীম আমার সাথে কয়েকটা selfie তুললো।মীমের সাথে selfie তোলার সময় আমি মীমের আরো কাছে যেতে পারছিলাম যা আমার কাছে অনেক ভালো লাগছিল😌
.
মীম-ওইযে ফুচকার দোকান।আমি ফুচকা খাবো😋
আমি-না ওইসব খেতে হবে না
মীম-না আমি খাবোই😋
.
কি আর করা ফুচকা এর দোকানে গিয়ে মীম ফুচকা order দিল।আমি চটপটি নিলাম।মীম 3 প্লেট চটপটি খেলো😲😋।আমি খালি ভাবতেছি এই মেয়ে এত খায় কিভাবে।
.
খাওয়া শেষ করে আমি বিল দিয়ে দিলাম।তারপর বাসায় চলে আসলাম।
.
আমি-আপনাকে কি এগিয়ে দিয়ে আসতে হবে দরজা পর্যন্ত?😉
মীম-............🤨
আমি-যদিও 50 step হলেই আপনি বাসায় পৌঁছে যাবেন।তারপরেও আপনি যদি ভয় পান সেই জন্যই😁
মীম-thanks.লাগবে না😝
আমি-welcome.আর কালকে আমাদের কিছু জিনিস আনতে হবে decoration এর জন্য☺️
মীম-কখন যাবেন?🤔
আমি-সকালে ঘুম থেকে কখন উঠি সেটার উপর নির্ভর করতেছে
মীম-lazy man🤣(মীম হাসতে লাগলো)
আমি-আচ্ছা কালকে দেখা হবে
মীম-see you soon🙃
আমি-see you in my dreams😘
.
মীম একটা মুচকি 😊হাসি দিয়ে চলে যেতে লাগলো। মীমের হাসিটা যেন আমার একদম বুকে এসে লাগলো💘
.
আমি বাসায় ঢুকে fresh হয়ে ঘুমিয়ে 😪পরলাম। কারো সাথে খুব একটা কথা বললাম না।
.
ঘুম থেকে উঠে দেখি 11 টা বাজে।আমি মোটেও অবাক হই নাই।কারন আমি প্রায় প্রতিদিন এই সময়ে ঘুম থেকে উঠি।বাসায় আমি ছাড়া কেউ নাই।
.
fresh হয়ে মীমকে খুজতে লাগলাম। মীমকে নিয়ে decoration এর জিনিস কিনতে হবে।মীমদের বাসায় গেলাম।
.
ঝুম-ভাইয়া মাত্র ঘুম থেকে উঠলেন?🙊
আমি-এটা আর নতুন কি?আচ্ছা এটা বলো যে তোমার আপু কই?🤔
ঝুম-আপু তো রান্নার কাজে ব্যস্ত🙂
আমি-তুমি এখনে কেন??যাও তুমিও কাজ করো
ঝুম-ভাইয়া আজকে আমার জন্মদিন।আর আপনি আমাকে বলতেছেন কাজ করার জন্য?😨
আমি-তোমার জন্মদিন বলে তোমার আরও বেশি কাজ করতে হবে😁
ঝুম-.....😰ভাইয়া???
আমি-আচ্ছা তোমার আপু কি খাইছে??
ঝুম-জানি না তো ভাইয়া।আর এটা কি হলো আমি আপনার সামনে দারিয়ে আমি খাইছি কিনা জিজ্ঞাসা করলেন না?😕
আমি-তুমি তো আর কাজ করতেছো না।তাই তোমাকে জিজ্ঞসা করলাম না।আর এমনিতেও তোমাকে দেখে মনে হইতেছে এতক্ষনে 2-3বার খাইছো😁
ঝুম-আপনি তো জ্যোতিষী।যে সব জানেন😒
আমি-আচ্ছা থাকো আমি দেখি মীম কই
.
ঝুমের উত্তর দেয়ার অপেক্ষা না করেই আমি চলে গেলাম রান্না যেখানে হইতেছে সেখানে।গিয়ে মীমকে দেখে তো আমি পুরাই টাস্কি😳খাইলাম। কোমরে ওড়না বেধে কাজ করতেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে😍। দেখতে অপরুপ লাগতেছে😘।মীমের কাছে গেলাম
.
আমি-এইযে আপনি এখানে আর আমি আপনাকে খুজতে খুজতে শেষ😫
মীম-কেন কি হইসে?😕
আমি-আপনি খাইছেন সকালে?🤔
মীম-না।সময় পাই নাই
আমি-এখন আমার সাথে গিয়ে খাবেন
মীম-না এখন কাজ আছে।পরে খেয়ে নিব🙃
আমি-না এখন খেতে হবে।আমার সাথে একবার শহরে যাইতে হবে।🙂
মীম-কেন?
আমি-ওমা!আপনি ভুলে গেছেন?decoration এর জিনিস কিনতে হবে😲
মীম-সেগুলো পরে কিনলেও হবে☺️
আমি-সেটা ঠিক আছে।কিন্তু এখন আপনাকে আমার সাথে বসে খেতে হবে😉
মীম-নাহ এখন সম্ভব না
আমি-আন্টি আমি আপনার বড় মেয়েকে নিয়ে গেলাম।আপনারা এই দিকটা সামলিয়ে নেন 😁 (মীমের মাকে বললাম)
আন্টি-আর বলো না বাবা আমরা ওরে(মীমকে) বলছি যে কাজ করতে হবে না।তাও কথা শুনে না।
আমি-আন্টি আপনার মেয়ে আমার সাথে যাবে না।সেটাই আমাকে বলতেছে😁
আন্টি-এই তুই লিআস এর সাথে যা।এখানে থাকতে হবে না(মীমকে উদ্দেশ্য করে)
মীম-মা......😨
আন্টি-কোনো কথা নাই.যা 
আমি-আপনি কি হাটতে পারবেন নাকি কোলে করে নিয়ে যাবো😘( একটু আশে পাশে তাকিয়ে দেখি ওইখানে যারা ছিল সবাই মুচকি মুচকি😊হাসতেছিল)
মীম-....😡(আমার দিকে হালকা রাগী দৃষ্টিতে তাকালো। কিন্তু এই রাগের মধ্যে আলাদা কিছুর মিশ্রন ছিল)
.
মীম আর কিছু না বলে আমার সাথে ওদের বাসায় আসলো।আমরা খেতে বসলাম।খাওয়া দাওয়া করে নিলাম।
.
আমি-আপনার কত সময় লাগবে?🤔
মীম-কিসের জন্য?🤨
আমি-ready হওয়ার জন্য।শহরে যাবো
মীম-আপনি ready হয়ে আসুন আমিও হইতেছি।
.
আমি বাসায় গিয়ে ready হয়ে নিলাম।আর মীমও ready হয়ে আসলো😍।তারপর শহরে গিয়ে decoration এর জন্য জিনিস কিনে নিয়ে আসলাম।
.
তারপর আমি আর মীম মিলে ছাদটা সুন্দর করে সাজালাম।ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4 টা বেজে গেছে।তাই আমি দেরি না করর একাই আবার শহরে গেলাম।☺️
.
শহরে গিয়ে 2টা জিনিস কিনলাম।একটা হল ঝুমের জন্য জন্মদিনের উপহার আর অন্যটা কি সেটা একটু পরেই জানতে পারবেন।😁
.
বাসায় এসে গোসল করে বিশ্রাম নিলাম।সন্ধ্যার একটু পরে ready হয়ে গেলাম।অনেক মেয়ে সেজে গুজে আসছে😉।কিন্তু এদের মাঝে আমি মীমকে খুজতেছি।কিন্তু কোথাও দেখতেছি না।
.
হটাৎ ঝুম এসে আমার সামনে দাড়ালো।
.
ঝুম-thnaks ভাইয়া☺️
আমি-কিসের জন্য?🤔
ঝুম-ভাইয়া decoration অনেক সুন্দর হইসে😊
আমি-thanks তোমার আপু কে দিয়ো।তোমার আপু অনেক কাজ করছে☺️
ঝুম-ও আচ্ছা😚
আমি-আর এই নাও তোমার জন্মদিনের উপহার (একটা বাক্স এগিয়ে দিয়ে)
ঝুম-thanks again ভাইয়া😊
আমি-welcome🙂
ঝুম-ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা আছে🙈
আমি-তাহলে বলো🙂
ঝুম-ভাইয়া এখানে না🙈
আমি-তাহলে কোথায়?🤔
ঝুম-আসুন আমার সাথে☺️
.
আমার উত্তরের অপেক্ষা না করে আমার টেনে নিয়ে নিচে গেলো।বেশ কিছুক্ষন ঝুমের সাথে থাকলাম।অনেক কথা হলো
.
আমি-তাহলে আমি দেখি মীম কই😊
ঝুম-ঠিক আছে 😥(কান্না মাখা সুরে)
.
পকেট থেকে আংটি 💍বের করে হাতে নিলাম যেটা উপহার কিনার সময় বিকালে মীমের জন্য কিনেছি।আমি ছাদে এসে দেখি মীম একটা কোনায় দাড়িয়ে আছে।একটা লাল শাড়ি পরেছে।একদম লাল টুকটুকে বউ😍।আমি তো মীমকে দেখে আবার প্রেমে পরে গেলাম😘।আমি মীমের কাছে গেলাম।
.
আমি-মীম??😉
মীম- জ্বী☺️
.
মীম আমার দিকে ঘুরে দাড়ালো।ছাদের ওই পাশে আলো কিছুটা কম থাকায় মীম এর মুখটা দেখতে পারতেছিলাম না।
.
মীমের সামনে আমি হাটুগেরে বসে পরলাম।ডান হাতে আংটিটা 💍নিলাম।
.
আমি-মীম আমি জানি আমি তোমার থেকে বয়সে ছোট কিন্তু ভালবাসা কি বয়স দেখে হয় বলতো🤩।বাসে তোমার সাথে প্রথম যেদিন আমার দেখা হয়েছিল,সেদিনের প্রথম দেখায় তোমাকে আমার ভালো লেগে যায়😌।তারপর এখানে এসে তোমার সাথে সারাক্ষন খুনসুটি তে ব্যস্ত থাকতে থাকতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও যানি না😍।তুমি কি হবে আমার পাজরের হাড়?😚কখনও কষ্ট পেতে দিব না ইনশাআল্লাহ। বলো তুমি কি হবে আমার সহধর্মিণী?👰
.
আমি হাটু গেরে বসে আছি।মীম আমার কথা শুনে খুব ধীর পায়ে আমার কাছে আসলো।আমার কাছে এসে মীম আমাকে.....................
.
.
আগের পর্বগুল না পড়ে থাকলে গল্প বুঝতে ঝামেলা হইতে পারে।তাই আগের পর্ব গুল অবশ্যই পরে নিবেন।গল্প ভালো ভালো/খারাপ যেমনই লাগবে সেটা comment করে জানাবেন।যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বকা দেয়ার ইচ্ছা থাকলে ইনবক্সে করতে পারেন। ইনশাআল্লাহ পরের পর্ব গুলো ভালো করে লেখার চেষ্টা করবো।
.
.
.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ