লেখক=মুসকান এর আব্বু
.
পিচ্চির ডাকে সকালে ঘুম ভাঙলো।আয়েশা রাতে একটা idea দিয়েছিল।সেটাই follow করছিলাম। মীম এর সামনে যাতে না পরতে হয় সেজন্য সারাদিন বাহিরে যাই নাই।কিন্তু বিকালে আর থাকতে পারতেছিলাম না।কেন জানি মীম কে খুব দেখতে ইচ্ছা করতেছিল।🙂
.
নাহ,আমার আর সহ্য হলো না।আমি নিচে যাওয়ার জন্য ready হলাম।দরজা খুলবো ঠিক তখনই calling bell বেজে উঠলো।🔔
.
আম্মু-দেখ তো কে এসেছে(আমাকে উদ্দেশ্য করে)
আমি-দেখতেছি আম্মু।🙂
.
দরজা খুলে দেখি মীমের ছোট বোন ঝুম এসেছে। আমাকে দেখে একটা মুচকি হাসি দিলো।😊
.
ঝুম-কেমন আছেন?☺️
আমি- আলহামদুলিল্লাহ ভালো।তুমি?☺️
ঝুম-জ্বী ভালো।আন্টি কোথায়?🤔
আমি-আম্মু ভিতরে আছে।
ঝুম-ঠিক আছে।☺️
.
ঝুম ভিতরে চলে গেলো।
.
আমি-আম্মু আমি একটু বাহিরে গেলাম।
আম্মু-কোথায় যাইতেছিস?🤔
আমি-একটু হাটাহাটি করার জন্য যাইতেছি।
আম্মু-তাড়াতাড়ি বাসায় আসবি।বেশী দেরি করবি না।
আমি-আচ্ছা আম্মু😉
.
আমি সেই বাগানে যেতে লাগলাম।আর মনে মনে এটা বলতে লাগলাম যে মীম যেন সেখানে থাকে।
.
বাগানে পৌছে দেখি মীম গতকালের মতো সেই একই জায়গায় নিশ্চুপ হয়ে দারিয়ে আছে।তবে আজকে পোশাক অন্যরকম।গোলাপি রঙ এর থ্রি-পিছ।কিন্তু
.
আমি-কেমন আছেন মহারানী ভিক্টোরিয়া?😁
মীম-এই আপনার সমস্যা কি বলুনতো 😡(মুখে বিরক্তর ছাপ)
আমি-আমার কোনো সমস্যা নাই।😊😁
মীম-তাহলে আমার পিছনে লাগছেন কেন?😤
আমি-আপনাকে যে ভালোবেসে ফেলেছি😍😘(কিছুটা আস্তে)
মীম-কি বললেন আপনি?😳
আমি-কই কিছু না তো।😅
মীম-নাহ আমি শুনলাম।আপনি কি যেন বললেন😵
আমি-বললাম যে আপনার মন খারাপ কেন?😅
মীম-সেটা আপনার না জানলেও চলবে।😠
.
মীম আমার দিকে থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বাগানের পাশে একটা ব্রেঞ্চ এ গিয়ে বসলো।সেজন্য আমিও ব্রেঞ্চ এ গিয়ে বসলাম।
.
আমি-আপনি না বললেও আমি কিন্তু জানি।☺️
মীম-কি জানেন?😕
আমি-আপনার মন খারাপ থাকার কারন🙁
মীম-.........🤨(চুপ করে আছে)
আমি-দেখুন আমি জানি যে আমার জন্যই আপনার মন খারাপ।😔
মীম-কে বলেছে?🤔
আমি-যদি আমি আপনার সাথে ওই রকম না করতাম তাহলে আপনিও আমার উপরে রেগে থাকতেন না।আর আন্টি এর সামনে ওই রকম ব্যবহার করতেন না।আর আন্টিও আপনাকে বোকা দিত না।😔
মীম-.....🤨(এখনো চুপ)
আমি-আমাকে ক্ষমা করে দিবেন।🙏
মীম-আপনি কেন ক্ষমা চাইতেছেন?আমার ভুল হইসে।আমি আপনাকে ভুল number দিছি।😒
আমি-plz আমাকে ক্ষমা করে দেন🙏
মীম-দেখেন আমার এসব একদম ভালো লাগতেছে না।🤯😠
আমি-plz বুঝার চেষ্টা করুন।আমি সত্যি ক্ষমা প্রার্থী।🙏😔
মীম-আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম😊
আমি-আপনি আমায় মন থেকে ক্ষমা করেন নাই😔
মীম-ধুর।থাকেন আপনি।😠😡
.
মীম রাগ করে উঠে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে ডাক দিলাম কিন্তু মীম একবার পিছন ফিরে তাকালো না।আমার মনটা আবার খারাপ হয়ে গেল☹️
.
কিন্তু সামনে তাকাতেই এক নিমিষেই মন আমার lungi dance দিল🤩।মীম রাগ করে চলে যাওয়ার সময় ভুল করে ওর phone টা ব্রেঞ্চ এ রেখে গেছে।phone টা হাতে নিলাম।দেখলাম যে phone টা এখনও lock হয় নাই(হয়তো screen time বেশী দেয়া)।একবার ভাবলাম অন্যের phone ধরা উচিত হবে না।কিন্তু পরক্ষণেই আবার মনে হলো যে নিজের ভালোবাসা আদায় করার জন্য phone number তো নিতেই পারি।😊
.
যেই ভাবা সেই কাজ।মীমের 2 টা number থেকে আমার number এ call দিলাম।আর মীমের phone এর call history থেকে আমার number delete করে দিলাম।
.
number তো নিলাম।এখন সমস্যা হইতেছে phone টা ফেরত দিব কিভাবে?ভাবতে ভাবতে ছোটবেলার একটা দুষ্টুমি কথা মনে পড়লো।
.
প্রায় সন্ধ্যা হয়ে এসেছে।তাই আমি মীমের flat এর সামনে গিয়ে phone টা দরজার সামনে এমনভাবে রাখলাম।যেন দরজা খুললেই phone দেখা যায়।তারপর খুব দ্রুত কয়েকবার calling bell বাজিয়ে দিলাম এক দৌড়।এক দৌড়ে বাসায় চলে আসলাম।😁
.
আম্মু-কিরে হাপাইতেছিস কেন?🤨
আমি-এমনেই আম্মু😅
আম্মু-কি বেপার তুই ঘেমে গেছিস কেন?😒
আমি-একটু গরম পরছে তো তাই😁
আম্মু-তুই কি বলতেছিস এইসব🙄
আমি-আরে আম্মু বাদ দাও না।আব্বু কি করে?🤔
আম্মু-তোর আব্বু TV দেখতেছে।
.
আমাদের কথার মাঝেই পিচ্চি এসে হাজির।
.
পিচ্চি-ভাইয়া আমার জন্য pizza আনো নাই?🙁
আমি-একদম মনে নাই ভাইয়া
পিচ্চি-আমি pizza খাবো।😫
আমি-ভাইয়া কালকে এনে দিবো।☺️
পিচ্চি-না আমি আজকে খাবো।😭
.
পিচ্চি ভাই আমার কান্না শুরু করে দিল।কি আর করার পিচ্চিরে নিয়ে fast food এ গেলাম।পিচ্চি pizza খাইলো, আর আসার সময় Ice-cream. তারপর পিচ্চির শান্তি হইলো।
.
আর এদিকে মীমের বাসায়।
.
আন্টি দরজা খুলে কাউকে দেখতে পেলো না কিন্তু মীমের phone টা দেখতে পেয়ে মীমকে ডাক দিল।
.
আন্টি- এই মীম এদিকে আয় তো।
মীম-কি হয়েছে আম্মু?🤔
আন্টি-তোর phone কই?🤨
মীম-phone তো.........😲😲
আম্মু-কই?🤨
মীম-হায় আল্লাহ।আম্মু phone তো আমি বাগানে ফেলে আসছি।এখন কি হবে?😖
আন্টি-ওইযে তোর phone👉(দরজার বাহিরে phone এর দিকে ইশারা করে)
মীম-কে দিয়ে গেল আম্মু?(phone হাতে নিয়ে)
আন্টি-জানি না।calling bell বাজলো,আমি দরজা খুলে দেখি কেউ নাই।আর তোর phone পরে আছে।
মীম- ও আচ্ছা.....🤔(আমি জানি কে দিয়ে গেছে;মনে মনে)
.
আর পিচ্চি বাসায় আসলাম।বাসায় এসে সবাই dinner করতে বসলাম।
.
আম্মু-ঝুম আজকে কেন আসছিল জানিস?🤔
আমি-আমি কিভাবে জানবো?😒
আম্মু-তুই তো chemistry নিয়ে পড়ালেখা করতেছিস।
আমি-হ্যা।🤨
আম্মু-ঝুম তো inter এ science নিছে।ওর কিছু সমস্যা হইতেছে পড়ালেখায়।তুই যতদিন আছিস ওকে একটু পড়া দেখিয়ে দিস(মেঘ না চাইতেই বৃষ্টি😱 )
আমি-ঝুমের বড় বোন তো আছে।😕
আম্মু-মীম তো Humanities নিয়ে পড়ালেখা করেছে।
আমি-আম্মু আমি পারবো না😁(একটু ভাব নিলাম)
আব্বু-সমস্যা কোথায় তোমার?🤒
আমি-কোনো সমস্যা নাই।🙄
আব্বু-তাহলে?😒
আমি-এমনেই আব্বু😅
আব্বু-মেয়েটা তোমার কাছে একটু পড়া শিখতে চাইছে।আর তো কিছু না।কালকে থেকে পড়াইবা।
আমি-জ্বী আব্বু😔(একটু অভিনয় করে😁)
.
খাওয়া শেষ করে শুয়ে পরলাম।phone হাতে নিয়ে দেখি আয়েশা অনেক sms দিছে।
.
আমি-কিরে পেত্নী?এত sms দিছিস কেন?😜
আয়েশা-তোর উপকার করলাম আর তুই আমারে ভুইলা গেলি?😟
আমি-কিসের উপকার করছিস?তোর মাথামোটা বুদ্ধির জন্য মীম আমার উপর আরও রেগে আছে।😵
আয়েশা-মানে?এসব কি বলছিস তুই?😲
আমি-তুই বলছিলি যে মীমকে sorry বললে সব ঠিক হয়ে যাবে।কিন্তু এতে পুত উল্টো হয়েছে।মীম আরও রেগে গেছে আমার উপরে।😤
আয়েশা-বুঝতে পেরেছি।তোর মীম কে ভালোভাবে বুঝালে বুঝবে না।মীমকে উল্টো ভাবে বুঝাতে হবে।👍
আমি-সেটা কিভাবে?🤔
আয়েশা-আরে আমি তোকে সবই বলবো।☺️
আমি-দেখিস এবার যেন উল্টো না হয়।😒
আয়েশা-.........😡
আমি-দোস্ত good news আছে।😊
আয়েশা-কি?
আমি-আমার কাছে মীমের number আছে।😁
আয়েশা-কিভাবে nunber পেলি?😱
আমি-আয়েশাকে সব বললাম।😊
আয়েশ-তুই আসলেই একটা গাধা🐴।phone number নিছিস,facebook id দেখে তারপর নাহয় phone ফেরত দিয়ে দিতি🐴
আমি-এটা তখন মাথায় আসে নাই।🤔
আয়েশা-আসবেও না।কারন তুই আস্ত একটা গাধা।🐴
আমি-😡😠
আয়েশা-আমি যেটা বলি মনোযোগ দিয়ে শোন।
আমি-বল😤
আয়েশা-তোর মীমকে এখন থেকে তুই disturb করবি।গভীর রাতে call দিবি,sms দিবি,কিন্তু অন্য nunber দিয়ে।তোর কাছে তো অনেকগুলো sim card.
আমি-হ্যা অনেকগুলো আছে।কিন্তু disturb করে কি হবে?🤔
আয়েশা-যেটা বলছি সেটা কর।😖
আমি-আচ্ছা।এই তোকে তো আরও একটা কথা বলাই হয় নাই😙
আয়েশা-কি কথা?🤔
আমি-আমি কালকে থেকে মীমের ছোট বোনকে পড়াবো।😉
আয়েশা-তাহলে তো আরো ভালো হলো। প্রেমে ও হবে আবার টাকাও পাবি।😆🤣
আমি-নাহ রে.free পড়াইতে হবে।😔
আয়েশা -চিন্তা করিস না।ভালবাসা পাওয়াটাই বড়🤣।আচ্ছা ঘুমা।পরে কথা হবে।আর কি হয় না হয় আমাকে বলবি।👍
আমি-ঠিক আছে।😊
.
আয়েশা এর কথামত একটা sim card বের করে মীমকে কয়েকটা call দিলাম।তারপর sim card বন্ধ করে দিলাম।
.
পরেরদিন বিকালবেলা ঝুমকে পড়াতে গেলাম।calling bell দেয়ার সাথে সাথে মীম দরজা খুলে দিল।এমন ভাব যেন আমার জন্য অপেক্ষা করতেছিল।😯
.
আমি লক্ষ্য করি যে মীম আমার দিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছে🧐।তখনই আন্টি আসলো
.
আমি- আসসালামু আলাইকুম আন্টি 😊
আন্টি - ওয়ালাইকুম আসসালাম☺️
আমি-কেমন আছেন আন্টি?
আন্টি-ভালো।আমক অনেক খুশি যে তুমি আসছো।আর বলো না এই ঝুম পড়া লেখা একদম করে না।সামনে পরীক্ষা অথচ কিছুই পারে না।তাই☺️
আমি-সমস্যা নাই আন্টি।আন্টি ঝুম কই?
আন্টি-ওর পড়ার ঘরে।ওখানে যাও।☺️
.
আমি ঝুমের ঘরে গিয়ে ওকে পড়ানো শুরু করলাম।একটু পর পর মীম ঘরে আসতেছে আর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইতেছে।😳
.
পড়া যখন শেষ তখন মীম আসলো।
.
মীম-তুই একটু চা বানিয়ে নিয়ে আয় তোর স্যার এর জ😕ন্য(ঝুম কে উদ্দেশ্য করে)
ঝুম-আচ্ছা ঠিক আছে☺️(ঝুম রান্না ঘরে গেল)
মীম-আপনি আমার phone কালকে ওইভাবে দিয়ে গেছেন কেন?🤒
আমি-কিসের phone,কার phone?🤔(এমন একটা ভাব ধরলাম যেন কিছুই জানি না)
মীম-না বোঝার ভান করবেন না।😬
আমি-সত্যি আমি বুঝতেছি না।আপনি কি বলতেছেন।😁
মীম-আর কালকে রাতে আমকে call দিয়ে phone বন্ধ করেছেন কেন?😤
আমি-কে call করেছে?আমি আপনার number পাবো কই থেকে?😝😁
মীম-দাড়ান আমি call দিতেছি।আপনার phone বের করুন🤪
.
আমি phone বের করলাম।আর মীম পরে আমার ওই number এ call দিল,(যে number দিয়ে মীমকে call কে আবার বন্ধ করে দিছি)।কিন্তু বন্ধ বলতেছে।মীম আমার phone নিয়ে দেখলো এক্সে আমার phone চালু এবং data on করা।বেশ কয়েকবার call দিল কিন্তু একই ফলাফল।😁
.
মীম আমায় কিছু বলতে যাবে তখনই কিছু ভাঙার শব্দ পেয়ে রান্না ঘরে যাই।গিয়ে দেখি ঝুমের হাত থেকে cup পরে ভেঙে গেছে।
.
আমি-আচ্ছা ঝুম তুমি দেখে পরিষ্কার কর।আমি আজকে আসি।☺️
ঝুম-চা খেয়ে যান?
আমি-আজকে থাক।পরে কোনো একদিন😊
.
কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি বাসায় চলে আসলাম।বাসায় এসে যেন হাফ ছেরে বাচলাম😌
.
রাতে আয়েশার সাথে কথা বলতেছি।
.
আয়েশা-কিরে আজকে কি হল?😄
আমি-আর বলিস না।একটু হলেই সব শেষ হতো😬
আয়েশা-কেন রে?🤨
.
আমি আয়েশাকে সবকিছু বললাম।ও তো হেসেই শেষ।😂🤣
.
আমি-হাসিস না।🤪
আয়েশা-আচ্ছা হাসবো না।একটা কাজ কর।😊
আমি-কি কাজ?🤔
আয়েশা-তোর কাছে তো মীম এর number আছে?
আমি-হ্যা আছে তো🤨
আয়েশা-তুই এক কাজ কর facebook এ গিয়ে ওই number দিয়ে search দে।privacy না দেয়া থাকলে মীমের ID আসবে
আমি-আচ্ছা দেখতেছি।তুই একটু অপেক্ষা কর।😊
.
আমি আয়েশা এর কথা মত মীমের phone number দিয়ে search দিলাম।একটা ID আসলো "Angel Mim" নামে।profile picture এ মীমের ছবি দেয়া😍। মীমের Id তে ঢুকে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।আমি দেখলাম যে…………...😱😳😲
.
.
আমি জানি এই পর্বটা ভালো করে লিখতে পারি নাই।আপনাদের কেমন লেগেছে জানি না। তারপরেও গল্প ভালো ভালো/
.
.
.
0 মন্তব্যসমূহ