Recents in Beach

সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ(পর্ব-3) লেখক=মুসকান এর আব্বু

সিনিয়র গার্লফ্রেন্ড থেকে সিনিয়র বউ(পর্ব-3)
লেখক=মুসকান এর আব্বু
.
আজকে হটাৎ করে সকালে ঘুম ভাঙলো।তাই আমি ছাদে গেলাম।ছাদে গিয়ে দেখি আকাশে এখন সূর্য মামার দেখা নাই।অনেকটা কুয়াশা বিদ্যমান।এই জায়গায় সারাবছর হালকা হালকা শীত থাকে।
.
ছাদটা অনেক বড় তাই একটু পায়চারি করতে লাগলাম।হটাৎ পাশের building এর সামনের একটা খালি জায়গায় একটা মেয়েকে দেখতে পেলাম।🤷‍♀️
.
মেয়েটা ব্যায়াম করতেছে।trouser and T-shirt পরা।দেখতে ভালই লাগতেছে।কিন্তু হাল্কা কুয়াশা এবং মেয়েটি আমার বিপরীত দিকে তাকিয়ে থাকায় মেয়েটার face ঠিক বুঝতে পারতেছি না।
.
এখানে তো কাউকেই চিনি না,মেয়েটার সাথে পরিচিত হলে সময়টা ভালোই কাটবে এটা ভেবেই নিচে গেলাম।😉
মেয়েটার কাছে গিয়ে পিছন থেকে ডাক দিলাম।
.
আমি-excuse me.😇
.
আমার কথা শুনে মেয়েটি আমার দিকে ফিরে তাকালো।আমি মেয়েটির face dekhe 😱পুরাই 420 ভোল্টের ⚡ ঝটকা খেলাম।আমি যতটা অবাক হইছি তার চেয়ে মেয়টি আরো বেশি অবাক😱😱 হইসে।এটা গতকালের bus এর মেয়েটি।😲😲
.
মেয়ে-আপনি এই জায়গায়? 😲
আমি-আমারও একই কথা আপনি এই জায়গায় কেন?😳
মেয়েটি-আমার বাবা এখানকার জেনারেল ম্যানেজার।তাই আমি এখানে।কিন্তু আপনি এখানে কেন?😕
আমি-আমি এখানে কেন জানেন না?আমার টাকা কে দিবে?(মনে মনে বল্লাম আমার টাকা মেরে দেয়ার ধান্দা?আবার আমাকে ভুল nunber দেয়া?এইবার পাইছি তোমারে।দেখাবো কত ধানে কত চাল😁😁)
মেয়েটি-সামান্য কয়কটা টাকার জন্য এতো সকালে আসছেন?🙄
আমি-সামান্য টাকা মানে?পুরো 490 টাকা।🧐
মেয়েটি-তো কি হইসে?😩
আমি-কি হইসে মানে?আমার টাকা দেন।😜
মেয়েটি-আরে আজব মানুষ তো আপনি।🤪
আমি-এখনে আজবের কিছু নাই।আমার টাকা আমাকে দেন।😝
মেয়েটি-আমি কি সকাল সকাল আপনাকে টাকা দেয়ার জন্য বের হইসি নাকি?😬
আমি-এত কিছু বুঝি না।আমার টাকা আমাকে এখন দেন।😜
মেয়েটি-এখন দিতে পারব না।পরে নিয়েন।🤒
আমি-আপনি তো আমার টাকা না দেয়ার ধান্দা করতেছেন।😏
মেয়েটি-এইবার কিন্তু বেশি হয়ে যাইতেছে।😒
আমি-কিছুই বেশি হইতেছে না। আপনি একটা চিটিংবাজ।😛
মেয়েটি-এই কি বললেন আপনি?আমি চিটিংবাজ?😤
আমি-তাই তো।কালকে টাকা দিয়ে একটু help করলাম, আর আপনি টাকা না দেয়ার ফন্দি করতেছেন?🤨
মেয়েটি-আমি তো আপনাকে বলছি যে পরে টাকা দিয়ে দিব।😖
আমি- আপনি তো দেখি অনেক ভালো মানুষ।আমার টাকা পরে দিয়ে দিবেন।তা কিভাবে দিবেন?🤔
মেয়েটি-কেন?কালকে তো আমার number দিলাম আপনাকে।😊
আমি-ও আপনি তাহলে একটা ছেলে?আর আপনি ঝালকাঠি ছিলেন গতকাল রাতে?🤪
মেয়েটি-মানে? 🤔
আমি-মানে বুঝেন না?আমাকে ভুল number দিয়ে এখন সাধু সাজা হইতেছে?🤒
মেয়েটি-আজব আমি কেন আপনাকে ভুল number দিব?🤯
আমি-আমার টাকা না দেয়ার ধান্দা করছেন যে।
মেয়েটি-আবার এক কথা বলেন।😒
আমি-100 বার বলবো।চিটিংবাজ মেয়ে একটা।😜😡
মেয়েটি-দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন।🤪😤
আমি- ও আপনি আমার টাকা না দেয়ার জন্য ফন্দি করতেছেন আর আমি সত্যি কথা বললেই দোষ?আমি আরো জোরে জোরে বলবো।😡
মেয়েটি-কিসের সত্যি কথা?আমি ঠিক number দিছি।আপনি type করতে গিয়ে ভুল করছেন।আর আমার নামে মিথ্যা কথা বলতেছেন।😡😠
আমি-আমি type করতে ভুল করি নাই।ইচ্ছা করে আমাকে ভুল nunber দিছেন।আবার এখন বড় বড় কথা।😤
মেয়েটি-আবার? দেখান দেখি কই আমি ভুল number দিছি।😠
আমি-এই নেন দেখেন।😡
.
আমি phone বের করে number টা দেখাইলাম। number টা দেখে মেয়েটির মুখ একদম শুকিয়ে গেল।
.
আমি-কি হলো? এবার কিছু বলেন।😜
মেয়েটি-আসলে আমি আমার পুরোনো number টা ভুল করে দিয়ে ফেলেছি,যেটা হারিয়ে গেছে।😔
আমি- ও এখন এটা আপনার পুরোনো number?বাহ ভালই মিথ্যা কথা বলতে পারেন দেখা যায়।😬
মেয়েটি-দেখেন আমি মোটেও মিথ্যা কথা বলি নাই😒।ভুল তো মানুষ করে।তাই না?😔
আমি-দেখেন এইসব নাটক আপনি অন্য কোথাও করবেন।আমার টাকা আমাকে দিয়ে দিন।তাহলেই হবে।🤨
মেয়েটি-পরে দিয়ে দিব।এখন এখান থেকে যান।😵
আমি-আগে আমার পাওনা পরিশোধ করেন। তারপর আমি এখান থেকে যাব।😤
মেয়েটি-ধুর।আপনার সাথে কথা বলাটাই বেকার।😩
.
এই কথা বলেই মেয়েটি চলে যেতে লাগলো।কিন্তু আমি ছাড়বার মাত্র নই।আমি মেয়েটিকে ডাক দিলাম।
.
আমি-এইযে মহারানী ভিক্টোরিয়া থামেন।😉☺️
মেয়েটি-what?😠আমার নাম কি মহারানী ভিক্টোরিয়া নাকি?😡
আমি- আপনার নাম তো জানি না।তাই আপনার আচরনের সাথে মিল রেখে একটা নাম দিলাম।😁
মেয়েটি-মানে?🤨
আমি- মহারানী ভিক্টোরিয়া খুব রাগী একজন মহিলা ছিলেন।আর আপনি হলেন বদরাগী তাই আপনাকে এই নাম মানাবে।😜
মেয়েটি-😡😠😡😠
আমি-দেখেন যা রাগ দেখানোর পরে দেখাবেন।আমার টাকা দিয়ে তারপর এখান থেকে যাবেন।😁
মেয়েটি-এই আপনার সমস্যা কি বলেন তো।আপনি কি টাকা ছাড়া কিছু বুঝেন না?😬
.
আমাদের কথার মাঝে হটাৎ একটা লোক এসে হাজির হলো।
.
লোক-এখানে কি হইসে?🤔
আমি-আসসালামু আলাইকুম 
লোক- ওয়ালাইকুম আসসালাম
আমি-দেখেন আংকেল এই মেয়েটা আর আমি কালকে একসাথে বাস এ আসছি।পরে একটা resturent এই মেয়েটার কাছে টাকা ছিল না।তাই আমি বিল টা আমি দেই।আর এই মেয়েটা আমাকে টাকা না দেয়ার ধান্দা করতেছে।😜
মেয়েটি-মুখ সামলে কথা বলেন🤯(আমাকে উদ্দেশ্য করে)
লোক- মামনি ছেলেটি কি সত্যি কথা বলতেছে?🙂
আমি-মামনি মানে😲(অনেকটা অবাক হয়ে)
মেয়েটি-ইনি আমার বাবা।😁
লোক-মামনি তোমার এমন করা উচিত হয় নাই। sorry বলে দাও।🙃
মেয়েটি-বাবা তুমিও আমকে ভুল বুঝতেছ?☹️ওই ছেলে সম্পুর্ন রাস্তা বাস এর মধ্যে আমাকে……...
লোক-আমি এত কিছু শুনতে চাই নাই।তুমি ভুল করেছ।তাই sorry তুমিই বলবে।😤
মেয়েটি-sorry😒(আমাকে উদ্দেশ্য করে)
আমি-it's ok.😎
লোক-বাবা তুমি এত সকালে এখানে আসছো কিভাবে?🤔
মেয়েটি-সেটাই তো।এখনো তো headquarter এর main gate খুলে নাই।😳
আমি-আমি বাহির থেকে আসবো কেন?আমার বাবা এখানকার manager.😊
মেয়েটি-😳😳😳😳
লোক-ও তুমি ম্যানেজার সাহেবের ছেলে?তোমার নাম তো লিআস।তাই না?😄
আমি-জ্বী আংকেল।😉
লোক-এ হচ্ছে আমার বড় মেয়ে মীম।☺️
আমি-😁😁😁(তারমানে এই পেত্নীর নাম মীম।বাহ সুন্দর নাম তো।মনে মনে বলছিলাম)
.
আমি কিছু বলার আগেই একটা মহিলা মীমকে ডাক দিল।
.
মহিলা -মীম??এই মীম🙂
মীম-কি হয়েছে মা?🤔
মহিলা-তোর বাবাকে নিয়ে তাড়াতাড়ি আয়।খাবার ঠান্ডা হয়ে যাবে।🙂
মীম-ঠিক আছে মা।আসতেছি আমরা।😊
মীমের বাবা-বাবা চলো আমাদের সাথে নাস্তা করবে।☺️(আমাকে উদ্দেশ্য করে) 
আমি-ধন্যবাদ আংকেল।অন্য একদিন।😎
মীম-বাবা তাড়াতাড়ি চলো।তাছাড়া মা বকা দিবে।😉
.
মীম আর আংকেল চলে যেতে লাগলো।যাওয়ার সময় মীম আমার দিকে একবার রাগী 😡চোখে তাকালো।আমি আবার crush খেলাম।
.
আমি আর বেশিক্ষণ বাহিরে না থেকে রুম এ আসলাম।
.
আম্মু-কিরে ঘুম থেকে উঠেছিস কখন?☺️
আমি-এইতো আম্মু একটু আগে।😊
আম্মু-সূর্য কি আজকে উত্তর দিকে উঠছে নাকি?😁
আমি-আম্মু এই কথা বললা কেন?🤨
আম্মু-যে ছেলে একদিন এ সময়মত স্কুল,কলেজ এমনকি ভার্সিটিতেও যেতে পারে না।সেই ছেলে এত সকালে ঘুম থেকে উঠলো কিভাবে এটাই ভাবতেছি।😜🤣
আমি-😒😒
আম্মু-আচ্ছা আমাকে না বলে বাহিরে চলে গেছিলি।আমি তো চিন্তায় পরে গেছিলাম।আমাকে একবার বলে তো বাহিরে যাবি।☺️
আমি-তুমি আর আব্বু ঘুমিয়েছিলে তাই আর ডাক দেই নাই।😉
আম্মু-এখন যা fresh হয়ে নে।আমি খাবার দিতেছি।তোর বাবা আপেক্ষা করতেছে।😊
আমি-পিচ্চি কি করে আম্মু?🤔
আম্মু- তোর ভাই তো তোর মতো জমিদার।এখনও ঘুমাইতেছে।🤣
আমি-😒😕
.
আমি fresh হয়ে আব্বুর সাথে বসলাম।
.
আমি-কি করেন আব্বু?☺️
আব্বু-এইতো খবরেরকাগজ পড়তেছি।সকালে দেখলাম একটা মেয়ের সাথে কথা ঝগড়া করতেছিলা।🙂
আমি-তেমন কোনো বেপার না আব্বু।😅
আব্বু-পুরো ঘটনা আমাকে বলোতো।🙂
.
গতকাল বাস থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত সব ঘটনা বললাম।আম্মু ছিল।2 জনেই হাসতে হাসতে পেট ব্যাথা করে ফেলেছে।🤣😂
.
আম্মু-তুই মেয়েটার সাথে এমন না করলেও পারতি।🙁
আমি-যা করছি ভালোই করছি।😊আম্মু এখন খেতে দাও তো।অনেক ক্ষুদা লাগছে।☺️
আম্মু-ঠিক আছে তুই আর তোর আব্বু টেবিল এ আয়। আমি খাবার দিতেছি।☺️
.
আমি আর আব্বু টেবিলে খেতে বসলাম।আর আম্মু আমার ছোট ভাইকে ঘুম থেকে উঠাতে গেল।
.
আর এদিকে মীম এর বাসায়-------
.
মীম-বাবা তুমি ওই ছেলের জন্য আমাকে বকা দিলা?🤪
মীমের বাবা-তুমি ছেলেটার সাথে শুধু শুধু ঝগড়া করতেছিলা।🙂
মীম-বাবা তুমি ওই ছেলের পক্ষ নিয়ে কথা বলতেছো কেন?🤤
মীমের বাবা-নিতেছি ওই ছেলের পক্ষ।কারন ভুলটা তোমার।🙂
মীম-মা দেখ না,বাবা একটা ছেলের জন্য আমাকে বকা দিতেছে☹️(মীমের মা কে উদ্দেশ্য করে)
.
মীমের মা-থাক মা।আর রাগ করিস না। খেয়ে নে।☺️
মীম-ঠিক আছে মা😉।কিন্তু পেত্নি(ছোট বোন) কি করে?🤔
মীমের মা-ও তো পড়তেছে।
মীম-ওরে ডাক দাও।ও আমার সাথে খেয়ে নিক।
মীমের মা-ঠিক আছে।☺️
.
মীমের মা মীমের ছোট বোনকে ডেকে নিয়ে আসলো।
.
মীমের বোন-হ্যালো আপু😉
মীম-কিরে কলেজে যাবি না?🙂
মীমের বোন-না আপু আজকে যাব না।😝
মীম-কেন কি হইসে?🤔
মীমের বোন-কিছু না আপু।এমনিতেই যাব না।by the way সকালের ছেলেটা কি ছিল রে?😁
মীম-কেন?🤨
মীমের বোন- ছেলেটা কিন্তু জোশ ছিল।😘
মীম-এই চুপ করে breakfast কর।এত কথা বলিস কেন?😤
মীমের বোন-খাইতেছি তো।😒
.
আর এদিকে আমি খাওয়া শেষ করে বসে আছি।আর আমার পিচ্চি ভাই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে স্কুলে যাওয়ার জন্য ready হয়ে গেছে।
.
পিচ্চি-ভাইয়া আমাকে স্কুলে দিয়ে আসো।☺️
আমি-আমি পারব না।আব্বুকে বল যা।😕
পিচ্চি-না তুমি আমারে দিয়ে আসো।😊
.
কি আর করা পিচ্চি ভাই এর জোরাজোরিতে ওরে নিয়ে স্কুলে রেখে আসলাম। room এ এসে যখনই একটু বসলাম তখনই আম্মু আসলো।
.
আম্মু-এই বাটিটা পাশের building এর 2nd floor এ দক্ষিণ দিকের flat এ দিয়ে আসবি।😊
আমি-আমি পারবো না।😒
আম্মু-যা বলতেছি।😤
আমি-আমি মাত্র পিচ্চিরে স্কুলে দিয়ে আসলাম।আমি অনেক ক্লান্ত।🙁
আম্মু-গেলি তো bike(বাবার) নিয়ে। 🤨
আমি-কেন bike চালাইতে শক্তি লাগে না??আর কি আছে এই বাটিতে?🤪
আম্মু-পায়েস আছে।একটু পায়েস রান্না করছি।তোর ওই আন্টি পায়েস অনেক পছন্দ করে।তাই.....😊
আমি-তুমি দিয়ে আসো বেশি খুশি হবে।😁
আম্মু-তুই কি দিয়ে আসবি?নাকি এখন তোরে পিটানি দিবো আমি?🤒😡
আমি-আরে আমি তো মজা করতেছিলাম 😅😅আমি এখনি যাইতেছি।😌
.
ইচ্ছা না থাকার পরেও গেলাম।কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল।কিন্তু মেয়েটা দেখি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে😲। আমি মেয়েটার সামনে হাত নাড়ালাম।👋🖐 
.
আমি-হ্যালো??? 😀
মেয়ে-😱😱(এটা তো সেই ছেলে যাকে সকালে দেখেছিলাম মনে মনে)
আমি-ও হ্যালো(একটু জোরে) 😉
মেয়ে-কি...কি হইসে?কাকে চাই?😔(ইতস্তত ভাবে)
আমি-🤭আন্টি আছে?☺️
মেয়ে-আম্মু তো রান্না ঘরে।আপনি বসেন।আমি আম্মুকে ডেকে দিতেছি।😊
.
মেয়েটি রান্না ঘরে গিয়ে আন্টিকে সাথে নিয়ে আসল। 
.
আমি- আসসালামু আলাইকুম আন্টি।☺️
আন্টি-ওয়ালাইকুম আসসালাম।তোমাকে তো ঠিক চিনলাম না।☺️
আমি-আন্টি আমি ম্যানেজার Mr.Badol সাহেবের ছেলে।😉
আন্টি- ও তাই বলো।তা কেমন আছো বাবা?☺️
আমি-জ্বি আন্টি ভালো।আপনি ভালো তো?🙂
আন্টি- এইতো বাবা আছি।☺️
আমি-আন্টি আম্মু আপনার জন্য পায়েস পাঠাইছে।😊
আন্টি-তোমার আম্মু কিছু রান্না করলেই আমাকে দেয়।☺️
আমি-আম্মু এইরকমই।😚
আন্টি-এ হচ্ছে আমার ছোট মেয়ে ঝুম(মেয়েটিকে উদ্দেশ্য করে)
মেয়ে(ঝুম)-হ্যালো😉(আমার দিকে একটা মুচকি হাসি দিয়ে)
আমি-হ্যালো।☺️
আন্টি-মা যা তো ছেলেটার জন্য একটু চা বানিয়ে নিয়ে আয়☺️(ঝুম কে উদ্দেশ্য করে)
ঝুম-ঠিক আছে মা😇(অনেক খুশি হইছে এমন ভাব)
আমি- না আন্টি কোনো দরকার নাই।আজকে উঠি অন্য কোনো একদিন।😊
আন্টি-না বাবা।তুমি চা খেয়ে যাইবা।কোনো কথা শুনবো না আমি।☺️
.
আমি আর আন্টি কথা বলতেছিলাম। হটাৎ একটা মেয়ে এসে আমার সামনে দারায়।মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখি..………………. 😱😱😱😱
.
.
.
একটু থামেন।প্রিয় পাঠক/পাঠিকা আপনারা যদি গল্প পড়ার পরে একটা comment করেন তাহলে আমরা যারা লেখক/লেখিকা আছি,আমরা অনুপ্রাণিত হব।গল্প ভালো ভালো/খারাপ যেমনই লাগবে সেটা comment করে বলবেন।খারাপ লাগলে আরো ভালোকরে লেখার চেষ্টা করব। আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না।যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। R বকা দেয়ার ইচ্ছা থাকলে ইনবক্সে করতে পারেন। আর আপনারা চাইলে পরের পর্ব গুলো post করব।ইনশাআল্লাহ আর ভালো করে লেখার চেষ্টা করবো।
.
.
.

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ